শনিবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে এসে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব একটি প্রস্তাব দেন। মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেলের মাধ্যমে জানান, আগামী সোমবার নবান্নে বৈঠক হবে। তবে শর্ত হিসেবে বলা হয়, বৈঠকে অংশ নিতে হলে ডাক্তারদের অনশন তুলে নিতে হবে। ইমেলে মুখ্যসচিব জানান, তাদের ১০ দফা দাবির বিষয়ে সরকারের অবস্থান এবং নেওয়া পদক্ষেপগুলো।
শনিবার দুপুরে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব মঞ্চে উপস্থিত হন এবং ঘণ্টাখানেক ধরে অনশনরত ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং অনশন তুলে নিয়ে আলোচনায় আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার তাদের দাবি মেনে নেওয়ার জন্য কাজ করছে। যদিও জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়, তারা অনশন তুলে নেবে না। বরং সোমবারের বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবে। আন্দোলনকারী রুমেলিকা কুমার বলেন, তারা আরও দু’দিন অনশন চালিয়ে যেতে রাজি, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে।
সোমবার বিকেল ৫টায় বৈঠক হবে নবান্নে। সেখানে ১০ জন প্রতিনিধি উপস্থিত থাকবে। তবে আন্দোলনকারীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন নাম আগে ইমেল করে জানানো এবং বৈঠকের আগে অনশন তুলে নেওয়া।