বড়দিনে শীতল আবহাওয়ার বদলে উষ্ণতার ছোঁয়া পেয়েছিল বাংলা। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের প্রকোপ তেমনভাবে অনুভূত হয়নি। তবে বছর শেষের আগে আবারও রাজ্যে ফিরতে চলেছে শীতের কামব্যাক, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে বেশি। অনেকেই রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়েছেন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে এবার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। মঙ্গলবার থেকে পারদ নামতে শুরু করবে এবং বছরের শেষ দিনগুলোতে তাপমাত্রা আরও কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গেও একই রকম শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দু-এক পশলা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা ঘিরে রাখবে পরিবেশ।
আবহাওয়াবিদদের মতে, নতুন বছরের শুরুতেও রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। সকালের কুয়াশা এবং রাতের নিম্ন তাপমাত্রার প্রভাবে শীতের অনুভূতি আরও বাড়বে। যদিও বড়দিনে রাজ্যবাসী শীতের সেই কাঙ্খিত আমেজ পায়নি, তবে বর্ষশেষ এবং নববর্ষের উদযাপনে এবার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মিলবে হিমেল পরশের স্বাদ।