লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আবারও প্রশাসনিক সফরে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পূর্ব বর্ধমানে এবং মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন। রবিবার নবান্ন সূত্রে এ খবর পাওয়া গেছে। বিশেষ করে মঙ্গলবার বীরভূমে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই বোলপুরে ফিরতে পারেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যিনি দুই বছর কারাগারে ছিলেন। তার জামিন হয়ে গেলেও আইনি প্রক্রিয়ার কারণে মুক্তি কিছুদিন দেরি হয়েছিল। সোমবার তিনি তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন। তাই স্বভাবতই প্রশ্ন হল , ওই দিন মমতা ও অনুব্রতের দেখা হবে কিনা।
সোমবার বর্ধমান জেলা প্রশাসনের বৈঠকে মূলত জামালপুর ও রায়না-২ নম্বর ব্লকের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। বিকেলে মমতা দুর্গাপুরে রাত্রিবাস করবেন এবং পরের দিন সকালে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন।
তৃণমূলের ভেতরে প্রচলিত রয়েছে, মমতা অনুব্রত মণ্ডলকে বিশেষ নজরে রাখেন। এক সময় রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি দলের সাংগঠনিক পদে থাকতে চেয়েছিলেন। মমতা তাঁর গ্রেফতারির সময় বলেছিলেন, "কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।" এখন দেখার বিষয়, মঙ্গলবার কেষ্টের ফিরে আসার দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে কি না।