Type Here to Get Search Results !

অনুব্রত মণ্ডলের মুক্তিতে দুর্গাপুজোয় নতুন উদ্দীপনা তার দেশের বাড়িতে!



দু’বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুজোর আগে জামিনে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে ২০২২ সালের দুর্গাপুজোর আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে দু’টি দুর্গাপুজো, তবে সেই পুজো ছিল নিঃপ্রাণ, কারণ ঘরের কর্তা ছিলেন অনুপস্থিত। এবার পরিস্থিতি ভিন্ন। দু’বছর এক মাস পর মুক্তি পেয়ে তিনি ফিরছেন নিজের গ্রামে, আর তার আগমনের আনন্দে মণ্ডল পরিবারের দুর্গাপুজো ফিরে পেতে চলেছে তার পুরোনো জৌলুস।


অনুব্রত মণ্ডলের বাড়ি বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে। এই গ্রামের মোড়ল বাড়িতে আদি দুর্গাপুজোর শুরু হয়েছিল প্রায় সাড়ে তিনশো বছর আগে, যার মধ্যে হাটসেরান্দির দুর্গাপুজো চলছে ১৪২ বছর ধরে। মণ্ডল পরিবারের এই পুজোর দায়িত্ব পালন করেন অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেপ্তারের পর থেকে পুজো নিয়মমাফিক হলেও সেভাবে আর উৎসবের আবেগ ছিল না। কিন্তু এবার, তাঁর ঘরে ফেরার খবর শুনেই গ্রামে শুরু হয়েছে দুর্গাপুজোর নতুন উদ্দীপনা। মণ্ডল পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ভাই প্রিয়ব্রত মণ্ডল জানান, "দু’বছর ভাইঝি সুকন্যা আর দাদা অনুব্রতকে ছাড়াই পুজো করতে হয়েছিল, কিন্তু এবার তিহাড় জেল থেকে মুক্ত হয়ে তারা ফিরছেন, তাই গ্রামবাসীসহ আমরা সবাই নতুন করে উৎসাহিত।" 


অনুব্রত মণ্ডল তার গ্রামের মানুষদের প্রতি বরাবরই উদার। তিনি পুজোর সময় গ্রামবাসীদের নতুন পোশাক দিতেন, শুনতেন তাঁদের সুখ-দুঃখের কথা, এবং পুজো করতেন আনন্দের সঙ্গে। এবার তাঁর ফেরা সেই আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। গ্রামে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে নতুন করে। মণ্ডল পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরাও পুরো আয়োজনকে কেন্দ্র করে উদ্দীপ্ত। সব মিলিয়ে, অনুব্রত মণ্ডলের ফেরা গ্রামের দুর্গোৎসবকে অন্য এক মাত্রা এনে দেবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.