দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গতকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টির দেখা মিলেছে। তবে, বর্ষার আগমন সত্ত্বেও এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে জানা গেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনও সতর্কবার্তা নেই। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে। আজ থেকে পুরোপুরি বর্ষা ঢুকে যাবে বাংলায়। কলকাতার কিছু স্থানে আজ হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে এর ফলে তাপমাত্রা কমবে না। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে। সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।