Type Here to Get Search Results !

নতুন গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির অভিষেক: 'অরণ্যের প্রাচীন প্রবাদ'-এ নজর কাড়ছেন জিতু




ক্রীড়া সাংবাদিক থেকে পরিচালক দুলাল দে-র নতুন ছবি 'অরণ্যের প্রাচীন প্রবাদ'-এ জীতু কামাল অভিনয় করছেন এক নতুন গোয়েন্দা চরিত্রে। এই ছবি ৫ই জুলাই মুক্তি পাচ্ছে। 'অরণ্যের প্রাচীন প্রবাদ'-এ অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জীতু কামাল বলেন তিনি তার সিনেমার ক্ষেত্রে কখনোই  খুব টেনশন করেন না।এই ছবিটা তার কাছে খুব স্পেশাল কারণ অনেক গোয়েন্দা থাকলেও, নতুন গোয়েন্দা হিসেবে নিজের আত্মপ্রকাশটা এক আলাদা গুরুত্বপূর্ণ মাত্রা এনে দিয়েছে।৫ই জুলাইয়ের পর গোয়েন্দার প্রতিষ্ঠা হবে।এই কাজটা পুরো আলাদা বলে তিনি মনে করেন। এই সিনেমাটি নিয়ে জিতু অনেকটা আত্মবিশ্বাসী। কারণ, এই চরিত্র একটা ফ্রেশনেস দেবে বলে তিনি মনে করেন।এই ছবিতে জীতু কামালের সাথে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার,রাফিয়াত রশিদ মিথিলা, সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে এবং সায়ন ঘোষ।


'অরণ্যের প্রাচীন প্রবাদ'-এর ট্রেলার মুক্তি পেয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। জীতু কামাল আশা করছেন এই ছবি দর্শকদের ভালো লাগবে।

এছাড়াও জীতু কামাল আরও কিছু নতুন ছবিতে অভিনয় করবেন। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে গত কিছুদিন ধরে খবরে এসেছিলেন তিনি। জীতু কামাল বলেছেন এইসব বিষয় নিয়ে তিনি বিরক্ত, তবে খুব বেশি বিচলিত নন।



'অরণ্যের প্রাচীন প্রবাদ' বাংলা সিনেমায় এক নতুন গোয়েন্দা চরিত্রের জন্ম দিচ্ছে। জীতু কামাল এই চরিত্রে অভিনয় করে কতটা সফল হন, তা জানতে হবে ৫ই জুলাই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.