Type Here to Get Search Results !

টলিউডের মহাজোট 'অযোগ্য' ছবির স্ক্রিনিং-এ, একই ফ্রেমে দেব-জিৎ-প্রসেনজিৎ




টলিউডে ভাব-ভালোবাসা নেই.. এই গুঞ্জনকে ভুলে গেল 'অযোগ্য' ছবির স্ক্রিনিং। সাউথ সিটির আইনক্সে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি দেখতে হাজির ছিল গোটা টলিউড।এই টলিউডের ঐতিহাসিক মিলন পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হল এক ঐতিহাসিক ফ্রেম। যেখানে একসাথে দেখা গেল প্রসেনজিৎ, দেব, জিৎ, আবির, সোহমের মতো টলিউডের বড় মাপের নায়কদের। 


 টলিপাড়ায় এখন কাঁধে কাঁধ মিলিয়ে ছবিকে হিট করাই নতুন ট্রেন্ড। এক হিরো, আরেক হিরোর ছবির প্রচারে যান। সোশাল মিডিয়ায় একে অপরের ছবির প্রশংসাও করেন।এমনকি  দুই বড় মাপের সিনেমা এখন একই দিনে মুক্তি পেলেওপরস্পরের মধ্যে ঈর্ষা নেই, বরংসৌজন্যই বেশি। এর প্রমাণ জিৎ রুক্মিণীর 'বুমেরাং' ও প্রসেনজিৎ ঋতুপর্ণার 'অযোগ্য'র রিলিজের সময় দুই টিমের সাক্ষাৎ ও আড্ডা।



 'অযোগ্য' ছবির প্রিমিয়ারে বাবুল সুপ্রিয়, অঙ্কুশ, জীতু কমল, ঐন্দ্রিলা, অপরাজিতা আঢ্যর মতো তারকাদের উপস্থিতি টলিউডেরএকতাকে আরও উজ্জ্বল করে তুলেছে।টলিউডের এই নতুন ট্রেন্ড বাংলা সিনেমার জন্য শুভ সংকেত। সকলের একসাথে কাজ করার মাধ্যমে টলিউড আরও সমৃদ্ধ হবে বলে আশা করা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.