Type Here to Get Search Results !

কবে থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর




দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে দু’দিন আগেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, দুই ২৪পরগনা,হুগলি,কলকাতা,হাওড়া,বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ মেঘলা আকাশ থাকবে। এসব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।


আগামীকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ,বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখনও তেমন জোরালো হয়নি। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া বইতে পারে।


এদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব এলাকায় ঝোড়ো হাওয়াও হতে পারে। চলতি সপ্তাহে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার এই পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাসিন্দাদের বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চলাফেরা করতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.