Type Here to Get Search Results !

কলকাতা মেট্রো: ব্লু লাইনের রাতের শেষ মেট্রোর সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন!



কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ) রাতের শেষ মেট্রোর সময় পরিবর্তন করছে।আগামী ২৪ জুন থেকে কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে, আগের রাত ১১ টার পরিবর্তে।


এই পরিবর্তনের কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষ 'অতিরিক্ত খরচ' এবং 'কম আয়' দেখিয়েছে। তারা জানিয়েছে যে, রাতের দুটি মেট্রো ট্রেন চালানোর খরচ প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা, কিন্তু প্রতি ট্রেন থেকে আয় মাত্র ৬ হাজার টাকা। অনেক যাত্রীই এই নতুন সময়সূচী নিয়ে খুশি নন। তাদের মতে, রাতের বিশেষ মেট্রোর সময় আরও আগে করা উচিত, যাতে যাত্রীদের অপেক্ষা করার সময় কমে। কিছু যাত্রী মনে করেন, দুটি মেট্রো ট্রেনের মধ্যে ১৫-২০ মিনিটের ব্যবধান থাকলে যাত্রীদের জন্য আরও ভালো হত।অনেকেই মনে করেন, রাতের এই ট্রেনগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ এগুলো খুব কম যাত্রী বহন করছে।


মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাতের এই বিশেষ মেট্রো পরিষেবাটি 'পরীক্ষামূলক' ভিত্তিতে চালু করা হয়েছিল।তারা আরও জানিয়েছে যে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতের মেট্রো চলাকালীন কোনও স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিট কিনতে হবে।কলকাতা মেট্রোর এই নতুন সিদ্ধান্তটি যাত্রীদের কতটা উপকার করবে তা সময়ই বলে দেবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.