Type Here to Get Search Results !

বর্ষশেষে উৎসবমুখর কলকাতা: পার্কস্ট্রিট, পাটুলি-সহ শহরের একাধিক জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের


  


পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। শহরজুড়ে উৎসবের আমেজ। মঙ্গলবার সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। সন্ধ্যার পর পার্ক স্ট্রিট ও ধর্মতলা হয়ে উঠবে মূল আকর্ষণ। উৎসবের সময় শহরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজার থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শহরের বিভিন্ন জায়গায় নজরদারি জোরদার করা হয়েছে। ড্রোনের সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।  



কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ভিড়প্রবণ স্থান যেমন পার্ক স্ট্রিট, চিড়িয়াখানা ও জাদুঘরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ রাস্তায় থাকবে। মাতাল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে শ্লীলতাহানি বা নারীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগেও কঠোর নজরদারি থাকবে।  

পার্ক স্ট্রিট এলাকা কয়েকটি জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যুগ্ম কমিশনারের নেতৃত্বে নিরাপত্তা সামলাবেন ১২ জন ডেপুটি কমিশনার, ২৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ৭০ জন ইনস্পেক্টর। ১১টি ওয়াচ টাওয়ার এবং ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে। কুইক রেসপন্স দলও প্রস্তুত রাখা হয়েছে।  



বর্ষশেষের রাতে কলকাতা মেট্রো বিশেষ ট্রেন পরিষেবা চালাবে। ব্লু লাইনে অতিরিক্ত তিনজোড়া মেট্রো চলবে রাত ৯টা ৪৮ থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত। এছাড়া মা উড়ালপুলে ২৪ ঘণ্টা বাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে গতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শব্দবাজি রোধে পুলিশ সতর্ক থাকবে। শহরের ৫০টিরও বেশি জায়গায় স্পেশ্যাল নাকা চেকিং হবে। নববর্ষের উৎসবে নিরাপত্তা ও আনন্দ নিশ্চিত করতে কলকাতা পুলিশ এবং প্রশাসন একজোট হয়ে কাজ করছে। আনন্দমুখর পরিবেশে শহরবাসী নতুন বছরকে স্বাগত জানাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.