Type Here to Get Search Results !

বর্ষশেষের ছুটিতে সপরিবারে দুবাইতে জিৎ, নতুন বছরের শুরুতেই কি আসতে পারে লায়নের ঘোষণা?


 


টলিউড সুপারস্টার জিৎ শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল ‘ফ্যামিলি ম্যান’। অভিনয় আর প্রযোজনার ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করেন তিনি। বছরশেষে, যখন তারকারা বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে বেরিয়েছেন, জিৎও সপরিবারে ছুটেছেন মরুভূমির শহরে। 

 


সম্প্রতি নিজের ছুটি কাটানোর কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ছেলেকে কোলে নিয়ে বালুর ওপর খেলার একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ভিডিওতে পেছনে বাজছে ‘তু জো মিলা’ গানটি, আর ক্যাপশনে জিৎ দিয়েছেন একটি হৃদয়ের চিহ্ন আর আশীর্বাদের ইমোজি। তবে তিনি কোথায় গিয়েছেন, তা প্রকাশ করেননি, কারণ ব্যক্তিগত বিষয় গোপন রাখতে বরাবরই পছন্দ করেন তিনি।  


 

২০২৩ সালের অক্টোবর মাসে জিৎ এবং মোহনার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের ছেলে রোনাভ। গত মাসে তার প্রথম জন্মদিনও খুব ধুমধাম করে পালন করেছেন। অন্যদিকে, বড়দিনে জিতের মেয়ে নবন্যা তার প্রথম মিউজিক ভিডিও দিয়ে বিনোদন জগতে পা রেখেছে। লাইমলাইটে আসার বিষয়ে বরাবরই নির্লিপ্ত জিৎ। ইন্ডাস্ট্রির পার্টি কিংবা আলোচনায় খুব একটা দেখা যায় না তাঁকে। তাঁর সোশ্যাল মিডিয়ায় নজর দিলে মূলত সিনেমার প্রচার বা পরিবারের মুহূর্তই ধরা পড়ে। বর্ষশেষেও তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে মরুশহরে ছুটির মেজাজে আছেন টলিউডের এই ‘সুলতান’। পরিবারের সঙ্গে এমন মিষ্টি মুহূর্ত শেয়ার করে ভক্তদের মন জয় করলেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.