শতাব্দী প্রাচীন স্টার থিয়েটারের নাম বদলে সোমবার নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে এটি পরিচিত হবে "বিনোদিনী থিয়েটার" নামে। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা পুরসভা তড়িঘড়ি কাজ শুরু করে। সন্ধ্যার মধ্যেই স্টার থিয়েটারের পুরনো নামফলক সরিয়ে নতুন নামের অস্থায়ী ফলক লাগানো হয়। আগামীকাল স্থায়ী ফলক বসানো হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
১৮৮৩ সালে স্থাপিত এই ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ বিনোদিনী দাসীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিনোদিনীর অভিনয় দেখতে শ্রীরামকৃষ্ণ পরমহংস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই মঞ্চে পদার্পণ করেছেন। ১৯৯১ সালের এক অগ্নিকাণ্ডে থিয়েটারটি ক্ষতিগ্রস্ত হয়। ২০০৫ সালে কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে এটি নতুনভাবে সাজিয়ে তোলা হয়।
স্টার থিয়েটারে বর্তমানে সিনেমা হল, রেস্তোরাঁ, ক্যাফে এবং বিশেষ গ্যালারি রয়েছে। তবে নাম পরিবর্তনের মাধ্যমে এবার বিনোদিনী দাসীর প্রতি সম্মান জানানো হলো। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অনেকেই বিনোদিনীর স্বপ্নপূরণ হিসেবে দেখছেন। ঐতিহ্যের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এই নতুন নামকরণ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।