Type Here to Get Search Results !

ভূত চতুর্দশীতে ফিরছেন ভাদুড়ী মশাই! "নিকষ ছায়া"-র ট্রেলার দেখে মুগ্ধ সকলে



ভৌতিক ও রহস্যে ঘেরা "নিকষ ছায়া" সিরিজের দ্বিতীয় সিজন আসছে। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এই সিরিজের মুক্তির তারিখ হিসেবে বেছে নিয়েছেন ভূত চতুর্দশীকে। এবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিৎ চক্রবর্তী। 



গভীর জঙ্গলে মন্ত্রের শব্দ আর তান্ত্রিকের জাগরণের মধ্যে দিয়ে শুরু হবে অলৌকিক কাহিনী। এক রহস্যময় অশরীরী শক্তি সন্ত্রাস সৃষ্টি করছে, আর সেই রহস্য সমাধানেই ফিরছেন নীরেন ভাদুড়ি। এই সিজনে কলকাতার এক তরুণীর সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে গল্প এগোবে। মূল চরিত্রে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস, অর্ণ মুখোপাধ্যায় ও অনুজয় চট্টোপাধ্যায়। প্রথম সিজন "পর্ণশবরীর শাপ" ছিল উত্তরবঙ্গের প্রেক্ষাপটে, তবে এবার কাহিনী গড়াবে কলকাতায়। 


সিরিজের টিজারে তান্ত্রিক রূপে চিরঞ্জিৎ চক্রবর্তীর চরিত্রটি দর্শকদের মুগ্ধ করেছে। "নিকষ ছায়া" ৩১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে, আর পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আশাবাদী যে আগের মতোই দর্শকরা ভালো সাড়া দেবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.