Type Here to Get Search Results !

‘হু ইজ় কুণাল ম্যান?’ প্রশ্ন করুন! পুজোয় কুণাল ঘোষের লেখা প্রেমের গান মুক্তি পেতেই কটাক্ষ শতরূপের




এবারের পুজোয় গীতিকার কুণাল ঘোষ তিনটি নতুন গান উপহার দিয়েছেন। এসবের মধ্যে প্রেমের গান ছাড়াও নারী নিগ্রহের বিরুদ্ধে কথা বলেছেন। প্রেমের একটি গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। এই খবর তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন। 


এরপর বাম নেতা শতরূপ ঘোষ রূপঙ্করকে সমাজ মাধ্যমে বলেন, “আজ রাতে লাইভে এসে ‘হু ইজ় কুণাল ম্যান?’ প্রশ্ন করুন!” এই মন্তব্যের মাধ্যমে শতরূপ কি রূপঙ্করকে কিছুটা বিঁধলেন? এক সংবাদ মাধ্যম শতরূপকে ফোন করে জিজ্ঞেস করে। তিনি জানান, “রূপঙ্কর দা সম্প্রতি মৌসুমী ভট্টাচার্যকে যে কুনাল স্বয়ংকুৎসিত ভাষায় আক্রমণ করেছেন,সেই ব্যক্তির লেখা গান গাওয়ায় আমি হতাশ।” শতরূপ বলেন, রূপঙ্কর প্রতিবাদ মিছিলে হাঁটেন, অথচ এমন একজনের গান গাইছেন, যিনি নারীবিদ্বেষী। তিনি রূপঙ্করের কাজের প্রতি সম্মান রেখেও এই বিষয়টি মেনে নিতে পারছেন না।


রূপঙ্করের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “কুণালদার লেখা গান গাইতে পেরে আমি আনন্দিত।” তিনি জানান, শতরূপকে তিনি ভালোবাসেন এবং তার গিটারের দক্ষতার প্রশংসা করেন।এছাড়া, রূপঙ্কর “হু ইজ় কেকে ম্যান” বলার পর কেকে’র মৃত্যুর ঘটনা নিয়ে শতরূপ রসিকতা করেন, “শকুনের শাপে গরু মরে না!” এভাবে, প্রেম ও বিতর্কের মাঝ দিয়ে গানের এই জগত চলতে থাকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.