Type Here to Get Search Results !

কেন পিছিয়ে গেল 'আমার বস' ছবির মুক্তি? জানালেন শিবপ্রসাদ, কবে মুক্তি পাচ্ছে এই বহু প্রতিক্ষিত ছবি?




নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শকপ্রিয় জুটির নতুন ছবি 'আমার বস' নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে চর্চা। রাখি গুলজার অভিনীত এই ছবিটি আগে গরমের ছুটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নতুন খবর হল, 'আমার বস'এবার শীতকালে, বড়দিনের সময় আসছে।


মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, পরিচালক শিবপ্রসাদ নিজের শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন কাজ করতে পারেননি। তাই ছবির কাজ সময়মত শেষ করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, অভিনেত্রী রাখি গুলজার চেয়েছিলেন ছবিটি তাড়াহুড়ো না করে, ভালো করে প্রচার করে মুক্তি দেওয়া হোক।এছাড়াও আরেকটি কারণ হিসেবে বলা যায় পুজোর সময় নন্দিতা শিবপ্রসাদের  আরেকটি ছবি 'বহুরুপী' মুক্তি পাচ্ছে। তাই 'আমার বস' যদি তার আগে মুক্তি পেত, তাহলে দুটি ছবির ব্যবসার উপর প্রভাব পড়তে পারত।



'আমার বস' রাখি গুলজারের দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরে আসার ছবি। 'শুভ মহরত' ও 'নির্বাণ'-এর পর এটিই হবে তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র।এই সব কারণেই 'আমার বস'-এর মুক্তির অপেক্ষা আরও দীর্ঘ হল। তবে দর্শকদের আশা, শীতকালে বড় পর্দায় রাখি গুলজার, নন্দিতা ও শিবপ্রসাদের অভিনয়ের এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.